পলিথিন দূষণ (Polythene Pollution) একটি বড় সমস্যা, আমরা কীভাবে এটি ঠিক করতে পারি

by pijushkumar

পলিথিন দূষণ (Polythene Pollution) একটি বড় সমস্যা, আমরা কীভাবে এটি ঠিক করতে পারি

পলিথিন (Polythene) বা প্লাস্টিকের (Plastic) ব্যাগ (Bag) ও প্যাকেট (Packet) আজকাল সব জায়গায় দেখা যায়। কিন্তু এগুলো আমাদের পৃথিবীর জন্য খুবই ক্ষতিকর। পলিথিন মাটিতে (Soil) বা পানিতে (Water) পড়ে শত শত বছর পর্যন্ত থেকে যায়, নষ্ট হয় না। এটি নদী-সমুদ্রে (River and Ocean) জমে মাছ (Fish) ও অন্যান্য প্রাণীর (Other Animals) ক্ষতি করে। এমনকি ছোট ছোট প্লাস্টিক কণা (Microplastics) আমাদের খাবারের (Food) মাধ্যমেও শরীরে ঢুকে যায়! তবে, আমরা চাইলে এখনো এই সমস্যা সমাধান (Solution) করতে পারি।

প্রথমেই, পলিথিন কম ব্যবহার (Reduce Use of Polythene) করতে হবে। বাজারে (Market) যাওয়ার সময় কাপড় (Cloth) বা পাটের ব্যাগ (Jute Bag) নিয়ে যাওয়া, প্লাস্টিকের স্ট্র (Plastic Straw) বা কাপ (Cup) ব্যবহার না করা—এসব ছোট ছোট অভ্যাস (Small Habits) বদলালে অনেক পরিবর্তন (Change) আসবে। সরকারকেও (Government) কঠোরভাবে পলিথিন নিষিদ্ধ (Ban Polythene) করতে হবে।

দ্বিতীয়ত, প্লাস্টিক রিসাইকেল (Plastic Recycling) বা পুনরায় ব্যবহার (Reuse) করতে শিখতে হবে। অনেক প্লাস্টিক আবার নতুন জিনিস (New Products) বানানোর কাজে লাগে। বাড়িতে (At Home) আলাদা করে প্লাস্টিক জমিয়ে রেখে রিসাইকেলের (Recycling System) ব্যবস্থা করা যায়। কিছু দেশে তো প্লাস্টিক দিয়ে রাস্তা (Road), ইট (Brick) বা জ্বালানিও (Fuel) বানানো হয়!

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সচেতনতা (Awareness)। স্কুলে (School), পাড়ায় (Neighborhood) বা সামাজিকভাবে (Socially) সবাইকে জানাতে হবে পলিথিনের ক্ষতি (Harm of Polythene) সম্পর্কে। ময়লা-আবর্জনা পরিষ্কার (Clean-up Programs) করার কর্মসূচি, গাছ লাগানো (Tree Plantation)—এসব কাজে সবাইকে অংশ নিতে হবে। দোকানদার (Shopkeepers) ও কোম্পানিগুলোকেও (Companies) কম প্লাস্টিক ব্যবহার (Reduce Plastic Use) করতে বলতে হবে।

আমরা প্রত্যেকে একটু একটু করে চেষ্টা করলেই পলিথিন দূষণ কমবে (Polythene Pollution Reduction)। মনে রাখবেন, পরিষ্কার প্রকৃতি (Clean Nature) মানে সুস্থ জীবন (Healthy Life)। আসুন, আজ থেকেই শুরু করি!